শীতের ভরা মৌসুমে বাজারে সবজির সরবরাহ বাড়লেও কমছে না দাম, বরং কিছু ক্ষেত্রে তা আরও বেড়েছে। একই সাথে রাজধানীর খুচরা বাজারে মাত্র এক সপ্তাহের ব্যবধানে চালের দাম কেজিতে ৩ থেকে ৪ টাকা পর্যন্ত বৃদ্ধি পাওয়ায় সাধারণ ক্রেতাদের মধ্যে তীব্র অস্বস্তি দেখা দিয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, শীতকালীন সবজির দাম গত সপ্তাহের তুলনায় চড়া। খুচরা বিক্রেতাদের দাবি, তীব্র শীতের কারণে কৃষকরা মাঠ থেকে সবজি সংগ্রহ করতে পারছেন না, যার ফলে বাজারে এর প্রভাব পড়েছে। গত সপ্তাহে ১৫-২৫ টাকায় পাওয়া ফুলকপি এখন বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকায়। একইভাবে কেজিপ্রতি ১০-২০ টাকা পর্যন্ত বেড়েছে মুলা, বেগুন ও শিমের দাম। বছরের এই সময়ে টমেটোর দাম হাতের নাগালে থাকার কথা থাকলেও বাজারে তা ১০০-১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এদিকে চালের বাজারেও অস্থিরতা লক্ষ্য করা গেছে। মানভেদে মিনিকেট চালের দাম বেড়ে ৭০-৮৫ টাকা এবং নাজিরশাইল চাল ৭৫-৮৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চালের পাশাপাশি মুগ ডাল, মসুর ডাল ও চায়ের দামও কিছুটা বেড়েছে।
মাছ-মাংসের বাজারে গিয়ে দেখা যায়, প্রতি কেজি গরুর মাংস ৭৫০-৮০০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি ১৬০-১৬৫ টাকা এবং সোনালি মুরগি ২৪০-২৫০ টাকায় স্থির রয়েছে। মাছের বাজারে পাঙাশ ১৭০-২০০ টাকা থেকে শুরু করে রুই, কাতলা ও শিং মাছের দাম তুলনামূলক চড়া। তবে স্বস্তির খবর হলো, ডিম ও মুরগির বাজার গত সপ্তাহের মতোই স্থিতিশীল রয়েছে।
ক্রেতাদের মতে, শীতের মৌসুমে সবজির দাম কমার পরিবর্তে বৃদ্ধি পাওয়া এবং একই সাথে চালের দাম বেড়ে যাওয়া সাধারণ মানুষের জীবনযাত্রায় বাড়তি চাপ সৃষ্টি করছে।
মানবকণ্ঠ/আরআই




Comments