Image description

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে পে কমিশনের প্রতিবেদন পাওয়ার পরই। এই মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, ২১ সদস্যের কমিশন বিষয়টি বিস্তারিতভাবে পর্যালোচনা করছে এবং খুব শিগগিরই সরকারের কাছে প্রতিবেদন জমা দেবে।

সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, কমিশনের কাজ নিরবিচ্ছিন্নভাবে চলছে, বিভিন্ন পক্ষ লিখিত ও সরাসরি সাক্ষাৎ করে মতামত ও প্রস্তাব দিয়েছে। সব দিক বিবেচনায় নিয়েই কমিশন সুপারিশ তৈরি করছে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার নতুন পে-স্কেল কার্যকর করতে পারবে কি না, তা কমিশনের রিপোর্ট আসার পরই পরিষ্কার হবে। একই সঙ্গে বিচার বিভাগ ও ডিফেন্সের জন্য আলাদা সাব-কমিটি রয়েছে।

ড. সালেহউদ্দিন আহমেদ উল্লেখ করেছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কথার ওপর পে-স্কেলের সিদ্ধান্ত নির্ভর করবে না; এটি পুরোপুরি সরকারের সিদ্ধান্ত। নতুন পে-স্কেল বর্তমান সরকার দিয়েই যাবে কি না, তা রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে।

মানবকণ্ঠ/আরআই