Image description

চলতি জানুয়ারির ১৭ দিনে প্রবাসী আয় এসেছে ১৮৬ কোটি ৩৭ লাখ ৫০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২২ হাজার ৭৩৮ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। বছরের শুরুতে প্রবাসী আয়ের উচ্চ ধারা সূচিত হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

তথ্য অনুযায়ী, জানুয়ারি মাসের ১৭ দিনে প্রবাসী আয় আগের বছরের একই সময়ের চেয়ে ৫৬.৩ শতাংশ বেশি।

২০২৫ সালের জানুয়ারি মাসের ১৭ দিনে প্রবাসী আয় এসেছিল ১১৯ কোটি ২০ লাখ ডলার। একই সঙ্গে চলতি ২০২৫-২৬ অর্থবছরের ৬ মাস ১৭ দিনে আগের অর্থবছর ২০২৪-২৫ এর চেয়ে ২১ শতাংশ বেশি প্রবাসী আয় এসেছে।

চলতি অর্থবছরের ৬ মাস ১৭ দিনে প্রবাসী আয় এসেছে ১ হাজার ৮১২ কোটি ৯০ লাখ ডলার। আগের বছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ১ হাজার ৪৯৬ কোটি ৯০ লাখ ডলার। তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, ১৭ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৩১ কোটি ৬৫ লাখ ৬০ হাজার ডলার। রাষ্ট্র মালিকাধীন বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২৭ কোটি ৩৬ লাখ ৭০ হাজার ডলার।

বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১২৭ কোটি ১ লাখ ৫০ হাজার ডলার। আর বাংলাদেশে ব্যবসারত বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৩ লাখ ৬০ হাজার ডলার।

মানবকণ্ঠ/আরআই