পদ্মা সেতু, কর্ণফুলী টানেল ও পায়রা বন্দর বিগত সরকারের অযাচিত প্রকল্প বলে মন্তব্য করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন এসব প্রকল্পে বিনিয়োগের তুলনায় লাভ কম। এটি এখন সরকারের বড় দায়।
রোববার সচিবালয়ে টাস্কফোর্সের সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
বাণিজ্য উপদেষ্টা বলেন, আসছে রমজানে জিনিসপত্রের দাম বাড়বে না, বাজার স্থিতিশীল থাকবে।
চাঁদ দেখা সাপেক্ষে ১৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে রমজান মাস। অর্থাৎ নির্বাচনের এক সপ্তাহ পরই রোজা শুরু। তাই রোজায় খাদ্যপণ্যের দাম ও বাজার নিয়ন্ত্রণে রাখতে বৈঠক করে টাস্কফোর্স।
পরে সাংবাদিকদরে ব্রিফ করেন বাণিজ্য উপদেষ্টা। এসময় তিনি বলেন, এবার রোজায় কোনো পণ্যের ঘাটতি হবে না। গতবারের চেয়ে এবার ৪০ শতাংশ পণ্য বেশি আমদানি করা হয়েছে। তাই দাম মানুষের নাগালের মধ্যেই থাকবে।
শেখ বশিরউদ্দীন বলেন, ‘বাজারমূল্য স্থিতিশীল। সরবরাহকেন্দ্রিক যদি কোনো জটিলতা না থাকে, আশা করা যায় রমজানে পণ্যমূল্য আরও নামবে।’
শেখ বশিরউদ্দীন বলেন, ‘শুধু যে পদ্মা সেতু তা না; কর্ণফুলী টানেল, পদ্মা সেতুতে যে রেলসেতু লাগানো হয়েছে, পায়রা বন্দর করা হয়েছে—যে জায়গায় মাত্র ৪ মিটার ড্রাফট। এটা কি পোর্ট নাকি ঘাট? এটাও চিন্তার বিষয়। বিভিন্ন রকমের যে অযাচিত এবং অপরিণামদর্শী প্রকল্প ব্যয় করা হয়েছে, তার একটি সামগ্রিক রিফ্লেকশন এসেছে আমাদের নিত্যপণ্যের বাজারে।’




Comments