Image description

সর্বশেষ ২০১২ সালে অ্যালবাম মুক্তি পেয়েছিল পশ্চিমবঙ্গের ব্যান্ড দল ‘চন্দ্রবিন্দু’র। এরপর এক যুগ কেটে গেছে। অবশেষে দীর্ঘ বিরতির অবসান ঘটিয়ে অ্যালবাম নিয়ে ছন্দের ভুবনে ফিরছেন উপল-অনিন্দ্যরা।

এ প্রসঙ্গে ‘চন্দ্রবিন্দু’র অন্যতম গায়ক উপন বলেন, আমাদের শেষ অ্যালবাম রিলিজের পর অনেকটা সময় বিরতি নিয়েছি। আমরা মাঝে অনেক গান বানিয়েছি, কিন্তু কোনো অ্যালবাম তৈরি করা হয়ে ওঠেনি। আমাদের অনুরাগীরা লম্বা সময় ধরেই চাচ্ছেন একটা অ্যালবাম নিয়ে আসি আমরা। সম্প্রতি আমি, অনিন্দ্য আর চন্দ্রিল ভাবলাম এবার একটা অ্যালবাম রেকর্ড করা যাক।

অনিন্দ্য-উপল-চন্দ্রিল ছাড়াও রেকর্ডিং-এ থাকবেন ব্যান্ডের গিটারিস্ট সুরজিৎ মুখোপাধ্যায়, বেস গিটারিস্ট অরূপ পোদ্দার, ড্রামার রাজশেখর কুণ্ডু, কী-বোর্ড প্লেয়ার শিবব্রত বিশ্বাস এবং পারকুশনিস্ট সৌরভ চট্টোপাধ্যায়।

জানা গেছে, চলতি বছরের সেপ্টেম্বরে ভক্ত-অনুরাগীদের জন্য নতুন অ্যালবাম প্রকাশ করা হবে। এটি হবে তাদের দশম অ্যালবাম। যদিও এ বিষয়ে ‘চন্দ্রবিন্দু’র টিম এখনও কিছু বলেনি।

বছর পাঁচেক আগেই দশম অ্যালবামের প্রস্তুতি শুরু করেছিল চন্দ্রবিন্দু, কিন্তু কাজ মাঝপথে থেমে যায়। জানা যায়, জয় সরকারের মতো ইন্ডাস্ট্রির কাছের বন্ধুরাও এই প্রোজেক্টের অংশ হবে।

প্রসঙ্গত, ১৯৯৭ সালে মুক্তি পায় চন্দ্রবিন্দুর প্রথম অ্যালবাম ‘আর জানি না’। তবে দ্বিতীয় অ্যালবাম ‘গাধা’ দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন উপলরা। তাদের অষ্টম অ্যালবাম ‘U/A’ দুর্দান্ত সাড়া ফেললেও নবম অ্যালবাম ‘নয়’ শ্রোতাদের মনে আগের মত তেমন একটা দাগ কাটতে পারেনি। তবে ১২ বছর পর সেই কালো দাগ মুছে ফেলতে পুনরায় ফিরছেন অনিন্দ্য-উপলরা। 

বন্ধু তোমায়, আনন্দ সেন, নতজানু, রোগা বলো না, আদরের নৌকো, মন, ক্লাসরুম, এভাবেও ফিরে আসা যায়, ভিনদেশি তারা গানসহ আরও বেশ কয়েকটি জনপ্রিয় গান রয়েছে চন্দ্রবিন্দুর।

সূত্র: হিন্দুস্তান টাইমস।


মানবকণ্ঠ/এফআই