Image description

ঘর ভাঙল ঢালিউড অভিনেতা আরিফিন শুভর। স্ত্রী অর্পিতার সঙ্গে সাড়ে নয় বছরের দাম্পত্যজীবনের ইতি টেনেছেন তিনি। সামাজিক মাধ্যমে শুভ নিজেই দিয়েছেন এ খবর।

বুধবার (৩১ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন শুভ। সেখানে লিখেছেন,  ‘দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত কোনো কিছু জানাতে যথেষ্ট দ্বিধা ও সংকোচ বোধ করছি, তার পরও মনে হলো আপনাদের বিষয়টা জানানোর সময় এসেছে।’

এরপর লেখেন, ‘আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমি আর অর্পিতা আমরা হয়তো বন্ধু হিসেবেই ঠিক আছি, জীবনসঙ্গী হিসেবে নয়। আমরা গত ২০ জুলাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, বন্ধুত্বটুকু নিয়ে দুজনের সম্মতিতে বাকি জীবন নিজেদের মতো করে বাঁচব।

শুভ যোগ করেন, ‘অনেক চড়াই-উতরাইয়ের পরও অর্পিতা আমার এবং আমার মায়ের জন্য যা করেছেন, সেটার জন্য তাঁর প্রতি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী।’

অনুসারীদের উদ্দেশে শুভ লিখেছেন, ‘মা চলে যাওয়ার পর জীবনটা একেবারেই শূন্য হয়ে গেছে। কিন্তু আমি বিশ্বাস করি আপনাদের দোয়া ও ভালোবাসা আমার সঙ্গে আছে, যেটা নিয়ে বাকি জীবনটা সুন্দর ও সুস্থভাবে বাঁচতে পারব।’

সবশেষে দেশের চলমান পরিস্থিতি নিয়ে এ তারকা লিখেছেন, ‘দেশের সাম্প্রতিক ঘটনায় শিক্ষার্থীসহ যারা প্রাণ হারিয়েছেন তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। সবার জীবনে শান্তি আসুক, দেশেও শান্তি ফিরে আসুক, এই কামনায়।’

অর্পিতা কলকাতার মেয়ে। ফ্যাশন ডিজাইনার তিনি। ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি শুভর সঙ্গে গাঁটছড়া বাঁধেন। পেশার কারণে বিয়ের আগে থেকেই ঢাকায় থাকতেন। তবে জানা গেছে এরই মধ্যে কলকাতা চলে গেছেন অর্পিতা।

মানবকণ্ঠ/এসআরএস