ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগষ্ট সরকার পতনের পর থেকে অনেকটাই আত্মগোপনে রয়েছেন দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। তিনি ও তার বাবা মাইটিভির মালিক নাসির উদ্দিন সাথীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ অবস্থায় আত্মগোপনে আছেন এই তারকা। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, সম্প্রতি গোপনে বিয়ে করেছেন তৌহিদ। বিয়ের খবর সামনে আসায় আবারও আলোচনায় এলেন তিনি।
বুধবার (১৩ নভেম্বর) রাতে ও সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তৌহিদ আফ্রিদির বিয়ের ছবি। জানা গেছে, তিনি বিয়ে করেছেন টিকটকার রাইসাকে। এতো দিন রাইসার সঙ্গে প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করেছিলেন। তবে সেই রাইসার সঙ্গেই আফ্রিদির বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিগুলো কবের বা কবে বিয়ে হয়েছে এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।
জানা গেছে, রাইসা দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন। তবে অন্তর্জালে এমনই গুঞ্জন ভেসে বেড়াচ্ছে যে, দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়েছে।
প্রসঙ্গত, তৌহিদ আফ্রিদি তার ইউটিউব চ্যানেলটি চালু করেন ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি। চ্যানেলটির সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় ৬৩ লাখ। এখন পর্যন্ত তৌহিদ আফ্রিদির ইউটিউব চ্যানেলে ২০৮টি ভিডিও পোস্ট করা হয়েছে।
মানবকণ্ঠ/আরআই
Comments