Image description

দেশের জনপ্রিয় ও মেধাবী অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা সম্প্রতি সম্পর্ক থেকে তার অর্জিত অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, সম্পর্ক থেকে তিনি কী শিখেছেন বা সম্পর্ক তার জীবনে কী প্রভাব ফেলেছে?

মিথিলা উত্তরে বলেন, "আমার মনে হয় সব মানুষই সম্পর্ক থেকে অনেক কিছু শেখে। সেটা হতে পারে বাবা-মায়ের সাথে সম্পর্ক, সন্তানের সাথে সম্পর্ক, বন্ধুদের সাথে সম্পর্ক, কিংবা জীবনসঙ্গীর সাথে সম্পর্ক। প্রতিটি নতুন সম্পর্ক থেকেই নতুন কিছু শেখার সুযোগ থাকে।"

উপস্থাপিকা তখন জানতে চান, ব্যক্তিগতভাবে মিথিলা সম্পর্ক থেকে কী শিখেছেন? অভিনেত্রী জানান, "যেহেতু আমার মেয়েকে নিয়ে কথা হচ্ছিল; সন্তানের সাথে সম্পর্ক থেকে আমি শিখেছি যে, আমরা প্রায়শই মনে করি ছোট শিশুরা হয়তো কিছুই বোঝে না। ওদের মতামত বা ব্যক্তিগত গোপনীয়তা বলে কিছু থাকা উচিত নয়। সবকিছু বাবা-মাকে জানতে হবে এবং তাদেরই নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু আসলে বিষয়টি সেরকম নয়।"

তিনি আরও বলেন, "আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে শিখেছি যে আমার সন্তানের সঙ্গে আমার সম্পর্কটা প্রচণ্ড দ্বিপাক্ষিক, বোঝাপড়ার এবং বন্ধুত্বের। সে যেন আমাকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে না পারে এবং আমিও যেন তাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে না পারি। ভালোমন্দ অবশ্যই দেখব, কিন্তু সেইসঙ্গে সন্তানের মতামতের গুরুত্ব দেওয়াও খুব দরকার।"

অনুষ্ঠানে সৃজিত মুখোপাধ্যায়কে নিয়েও প্রশ্ন করা হয় এবং তার সাথে সম্পর্কের বর্তমান অবস্থা জানতে চাওয়া হয়। তবে মিথিলা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।