Image description

মাত্র কয়েক বছরের পথচলায়। বলা চলে, অল্প সময়েই নাটকে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছেন তানজিম সাইয়ারা তটিনী। এখন অভিনেত্রীর নামের সঙ্গে নানা বিশেষণ জুড়ে দেন ভক্তরা। অনেকেই বলেন, মেহজাবীন চৌধুরী নাটক থেকে কিছুটা দূরে যাওয়ার তার জায়গায় বসেছেন তটিনী। তবে কারো সঙ্গে কারো তুলনা হয় বলে মনে করেন এই অভিনেত্রী।

মেহজাবীনের সঙ্গে নিজের তুলনা প্রসঙ্গে জানতে চাইলে তানজিম সাইয়ারা তটিনী সমকালকে বলেন, ‘একজনের সঙ্গে অন্যজনের তুলনা হয় না। তবে ভালো লাগে, তাঁর মত একজন গুণী অভিনেত্রীর পাশে মানুষ যখন আমাকে বসায়। এটা আমার জন্য অনেক বড় পাওয়া।’

বর্তমান প্রজন্মের কাছে মেহজাবীন আইডল বলেনও জানান তটিনী। তাঁর কথায়, ‘আমি সব সময় বলি, মেহজাবীন আপু আমাদের প্রজন্ম ও আমার পরের প্রজন্মের জন্য উদাহরণ হয়ে আছেন। কারণে তাঁর ক্যারিয়ার ও কাজের প্রতি সততা আমাকে মুগ্ধ করে। তার কাছ থেকে এই বিষয়টা আমাদের নেওয়া উচিৎ।

তটিনী জানান, ভালোবাসা দিবসের কাজ শেষে করে বর্তমানে ঈদের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। গতকাল নির্মাতা মাহমুদ মাহিনের ‘হৃদয়ে রেখেছি গোপনে’ নামে একটি নাটকের শুটিং শেষ করেছেন। প্রেম ও পারিবারিক গল্পে এ নাটকে তটিনীর বিপরীতে অভিনয়ে করছেন ইয়াশ রোহান। এছাড়া ঈদের জন্য আরও কয়েকটি নাটকের হাতে রয়েছে তার। নির্ধারিত সময়ে কাজগুলো শেষে করবেন তটিনী।