Image description

২০২৫ সালে একের পর এক ছবি হাতে পেতে পাচ্ছেন কলকাতার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। ঝড়ের গতিতে কাজও সারছেন তিনি। সদ্য শেষ করলেন সৃজিত মুখোপাধ্যায়ের ‘কিলবিল সোসাইটি’র শুটিং। ছবির টিজার অনুযায়ী, ‘আনন্দ কর’ ছবিতে তিনি ‘মৃত্যুঞ্জয় কর’-এর চরিত্রে অভিনয় করছেন। সেই কাজ শেষ করেই নেমে পড়েছেন নতুন ছবির কাজে, যেখানে তাঁর সহ-অভিনেত্রী ইশা সাহা।

কেন এত ব্যস্ততা? ভারতীয় এক গণমাধ্যমে পরমব্রত বলেন, ‘ফেব্রুয়ারিতে আমি আর পিয়া চক্রবর্তী জানিয়েছি, আমরা মা-বাবা হতে চলেছি। জুনে সন্তান জন্ম নেবে। এই সময়ে পিয়ার পাশে থাকার প্রয়োজন ছিল, কিন্তু কাজের ব্যস্ততায় তা সম্ভব হয়নি।’

তাই মে থেকে পিতৃত্বকালীন ছুটিতে যাবেন পরমব্রত, সন্তানের জন্মের পরও অন্তত দুই মাস ছুটিতে থাকার পরিকল্পনা করেছেন তিনি।

পরমব্রতর কথায়, ‘আমি চাই, সন্তানের বেড়ে ওঠা নিজের চোখে দেখতে। পাশাপাশি, পিয়ার পাশে থেকে সন্তানের যত্ন নিতে। কারণ, স্ত্রী অন্তঃসত্ত্বা মানেই স্বামীর দায়িত্ব শেষ নয়, বরং তখনই আরও বেশি আগলে রাখা প্রয়োজন। এই সময় স্ত্রী তার ভাল-মন্দ সবকিছু স্বামীর সঙ্গেই ভাগ করতে চায়।’