
শারীরিক অসুস্থতায় ভুগছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। সম্প্রতি তাঁর চোয়ালের নিচে অস্বাভাবিক কোষ বৃদ্ধি পেয়েছে, যাকে চিকিৎসাশাস্ত্রে ‘অ্যামেলোব্লাস্টোমা’ রোগ বলা হয়। ফলে করতে হবে অস্ত্রোপচার।
বিষয়টি সামাজিকমাধ্যমে নিজেই জানিয়েছেন অভিনেত্রী। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
মঙ্গলবার (৭ অক্টোবর) ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে স্পর্শিয়া বলেন, ‘আমার অ্যামেলোব্লাস্টোমা রোগ ধরা পড়েছে। গত কয়েকদিন ধরে আমি সার্জারির পূর্বের চিকিৎসা নিচ্ছি। আজই আমার অস্ত্রোপচার হওয়ার কথা।’
সবার কাছে দোয়া চেয়ে তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে আমি কারও সঙ্গে যোগাযোগ করার বা ফোনে কথা বলার মতো অবস্থায় নেই। কাজসংক্রান্ত যেকোনো বিষয়ের জন্য অনুগ্রহ করে হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখেন। জ্ঞান ফিরে পাওয়ার পর শারীরিকভাবে কিছুটা সুস্থ বোধ করলে আমি উত্তর দেব। সফলভাবে অস্ত্রোপচার এবং দ্রুত সুস্থতার জন্য আমি সবার কাছে দোয়া কামনা করছি।’
Comments