Image description

হলিউডের অন্যতম আলোচিত জুটি, সুপারস্টার টম ক্রুজ এবং অভিনেত্রী আনা ডি আরমাসের প্রেমের সম্পর্কের অবসান ঘটেছে। প্রায় নয় মাস একসঙ্গে থাকার পর এই তারকা জুটি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম, যেমন ‘দ্য সান’-এর প্রতিবেদন অনুযায়ী, তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেই এই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘দ্য মিশন ইম্পসিবল’ খ্যাত ৬৩ বছর বয়সী টম ক্রুজ এবং ৩৭ বছর বয়সী কিউবান বংশোদ্ভূত অভিনেত্রী আনা ডি আরমাসের প্রেমের গুঞ্জন শুরু হয়। এরপর বিভিন্ন সময়ে তাদের একসঙ্গে দেখা গেছে। আনা ডি আরমাসের ৩৭তম জন্মদিনে লন্ডনে হেলিকপ্টারে করে ঘুরে বেড়ানো, এবং ডেভিড বেকহ্যামের ৫০তম জন্মদিনের অনুষ্ঠানে তাদের উপস্থিতি সম্পর্কের বিষয়টি আরও জোরালো করে।তবে সম্প্রতি তারা বোঝাপড়ার মাধ্যমে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন।

এক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ‘দ্য সান’ জানিয়েছে, "টম এবং আনা একসঙ্গে ভালো সময় কাটিয়েছেন, কিন্তু দম্পতি হিসেবে তাদের সময় শেষ হয়েছে। তারা আর ডেটিং করছেন না এবং ভালো বন্ধু হিসেবেই থাকবেন। সূত্রটি আরও জানায় যে, তাদের মধ্যেকার প্রেমের সেই স্ফুলিঙ্গ আর নেই, তবে তারা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল এবং প্রাপ্তবয়স্কদের মতোই বিষয়টি সামাল দিয়েছেন।

পেশাগত জীবনে অবশ্য তাদের একসঙ্গে পথচলা এখনই শেষ হচ্ছে না। জানা গেছে, টম ক্রুজের আসন্ন একটি সিনেমায় আনা ডি আরমাস অভিনয় করছেন এবং তারা একসঙ্গে কাজ চালিয়ে যাবেন।

প্রসঙ্গত, ‘মিশন ইম্পসিবল’ তারকা টম ক্রুজ এর আগে তিনবার বিয়ে করেছেন। তিনি অভিনেত্রী মিমি রজার্স, নিকোল কিডম্যান এবং কেটি হোমসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। অন্যদিকে, আনা ডি আরমাস এর আগে স্প্যানিশ অভিনেতা মার্ক ক্লোটেটকে বিয়ে করেছিলেন এবং অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গেও তার সম্পর্ক ছিল।