Image description

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের উপর তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন তাড়াশ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজিব আহমেদ মাসুম। শুক্রবার জুম্মার নামাজ শেষে যুবদলের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা-কর্মীদের সাথে নিয়ে নওগাঁ মাজার এলাকায় এ লিফলেট বিতরণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শুকুর মির্জা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব হাসান মির্জা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমরান হাসান সজিব সহ বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।