Image description

জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল সম্প্রতি ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণির প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন। 'বিশ্বসুন্দরী' সিনেমার জনপ্রিয় গান 'তুই কি আমার হবি রে'-এর শুটিংয়ের দুটি ছবি শেয়ার করে তিনি পরীমণির সৌন্দর্যের ভূয়সী প্রশংসা করেছেন, যা মুহূর্তেই নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে ছবি দুটি পোস্ট করে ইমরান ক্যাপশনে লিখেছেন, "তুই কি আমার হবি রে এই গানটি সিনেমার জন্য করা আমার সবচেয়ে পছন্দের গান। বিশ্বসুন্দরী সিনেমার নায়িকা ছিলেন পরীমণি। গানটিতে তাকে অপূর্ব সুন্দর লেগেছিল। ১২৬ মিলিয়ন ভিউ গানটির।"

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই সংগীতশিল্পী মূলত 'বিশ্বসুন্দরী' সিনেমায় ব্যবহৃত হওয়া 'তুই কি আমার হবি রে' গানটির স্মৃতিচারণ করছিলেন। ইমরান মাহমুদুল ও কনার গাওয়া এই গানটির ভিডিওতে পরীমণির সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেতা সিয়াম আহমেদ।

গানটির কথা, সুর ও সংগীতায়োজনের পাশাপাশি পরীমণি ও সিয়ামের অনবদ্য রসায়ন দর্শকদের দারুণভাবে মুগ্ধ করেছিল। বিশেষ করে গানটিতে পরীমণির সাজ এবং তার নজরকাড়া লুক ছিল দর্শকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। ইমরানের এই পোস্টটি গানটির সেই জনপ্রিয়তাকে নতুন করে উসকে দিয়েছে, যেখানে তিনি উল্লেখ করেছেন যে গানটির ভিউ বর্তমানে ১২৬ মিলিয়নেরও বেশি।