Image description

ভারতের অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলায় একটি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জন যাত্রী প্রাণ হারিয়েছেন। এই দুর্ঘটনায় অন্তত ২১ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে হায়দ্রাবাদ-বেঙ্গালুরু মহাসড়কে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

এই সড়ক দুর্ঘটনার খবর নেটজেনদের ছুঁয়ে গেছে। শোবিজ তারকারাও শোক প্রকাশ করছেন। ঘটনার কয়েক ঘণ্টা পর সামাজিক মাধ্যমে এক পোস্টে তেলুগু অভিনেতা ও প্রযোজক মাঞ্চু বিষ্ণু বর্ধন বাবু লিখেছেন, "হায়দ্রাবাদ-বেঙ্গালুরু হাইওয়ের এই মর্মান্তিক বাস দুর্ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। এত নিরীহ প্রাণ এমনভাবে হারিয়ে গেল। নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। যারা আহত হয়েছেন তাদের জন্য প্রার্থনা করছি এবং শোকাহতদের শক্তি কামনা করি।"

তেলেগু বর্ষীয়ান অভিনেতা-প্রযোজক মোহন বাবুও শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, "হায়দ্রাবাদ-বেঙ্গালুরু হাইওয়েতে বাস দুর্ঘটনার খবর শুনে মন ভেঙে গেল। মুহূর্তের মধ্যে এতগুলো প্রাণ চলে গেল। এমন কঠিন সময়ে ভাষা হারিয়ে যায়। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন সেই পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং ঈশ্বর যেন শোকাহত সকলকেই শক্তি দেন।"

এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

সামাজিক মাধ্যমে এক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, "অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলার দুর্ঘটনায় আমি অত্যন্ত শোকাহত। এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষ এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা রইল। আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের আত্মীয়কে ২ লক্ষ রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের দেওয়া হবে ৫০ হাজার রুপি।"