‘আমার অর্ধেক জীবনের সবচেয়ে ভালো ও সুন্দর সুন্দর মুহূর্ত তুমি দিয়েছো পরী’
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি এবার নিজের জন্মদিন উদযাপন করলেন মালয়েশিয়ায়। জন্মদিনের রঙিন মুহূর্তগুলো সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তিনি; আর সেই আনন্দে সামিল হয়েছেন তার সহকর্মীরাও।
জন্মদিনের কিছু ছবি প্রকাশ করেছেন পরীর কস্টিউম ডিজাইনার গোলাম হোসেন। ছবিতে দেখা যায়, জন্মদিনের কেক কাটা ও উদযাপনের সময় পরীমণি হাস্যোজ্জ্বল ভঙ্গিতে সহকর্মীদের সঙ্গে রয়েছেন।
ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে গোলাম হোসেন লেখেন, “আমার অর্ধেক জীবনের সবচেয়ে ভালো ও সুন্দর সুন্দর মুহূর্ত তুমি দিয়েছো পরী। জীবনে যোগ করার মতো, আর কখনোই না ভুলার মতো সময় উদযাপন করছি এখন; এই মুহূর্তে এই জন্মদিনটা, কি যেন তুমি একটা।”
তিনি আরও লেখেন, “এই ১৪ বছরেও নতুন করে আবিষ্কার করা শেষ হয় না তোমাকে... আই লাভ ইউ, উই লাভ ইউ... শুভ জন্মদিন আমাদের সবার পরী।”
সহকর্মীর এই আবেগঘন পোস্টে পরীমণিও সাড়া দিয়েছেন। মন্তব্যঘরে তিনটি ভালোবাসা ও চুমুর ইমোজি দিয়ে তিনি লেখেন, “তুমি একটা আমি!”
পরীমণি ও গোলাম হোসেনের বন্ধুত্ব নিয়ে আগেও সামাজিক মাধ্যমে আলোচনা হয়েছে। কখনো একসঙ্গে ঘুরতে বেরিয়ে, কখনো নাচের অনুষ্ঠানে অংশ নিয়ে বা খুনসুটি করে আলোচনায় এসেছেন তারা। অনেকেই তাদের ‘বিশেষ সম্পর্ক’ নিয়ে অনুমান করলেও পরীর ভক্তদের মতে, তাদের সম্পর্ক কেবলই গভীর বন্ধুত্বের।




Comments