বলিউডে ২০০৬ সালে ফারহান আখতার পরিচালিত ‘ডন’ সিনেমায় অনস্ক্রিন জুটি বাঁধেন শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়া। শুটিং চলাকালীন তাদের রসায়ন দর্শক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল।
সেই প্রথম ১৫ বছরের ক্যারিয়ারে কোনো সহ-নায়িকার সঙ্গে শাহরুখের নাম জড়ায়! কারণ তার প্রাক্কালে ২০০৩ সালে ‘কফি উইথ করণ’-এ এসে প্রিয়াঙ্কা স্পষ্ট জানিয়েছিলেন কিং খানের প্রতি তার মুগ্ধতার কথা। এর তিন বছর পর ‘ডন’ ছবির প্রচারের সময়ে এক সাক্ষাৎকারে সে বিষয়ে শাহরুখকে জিজ্ঞেস করা হয়।
সাক্ষাৎকারে এক প্রশ্নে শাহরুখকে জিজ্ঞেস করা হয়, ছবির এক সংলাপে প্রিয়াঙ্কাকে ‘জংলি বিল্লি’ বলেছেন, বাস্তবেও কি তাই? শাহরুখ তৎক্ষণাৎ উত্তর দেন, ‘প্রিয়াঙ্কা আমার পোষা ইঁদুর।’ প্রিয়াঙ্কা প্রতিবাদ জানিয়ে বলেন, ‘আমি ইঁদুরও নই, কারও পোষাও নই।’ তখন শাহরুখ বলেন, ‘আচ্ছা, তবে প্রিয়াঙ্কা আমার পোষা খরগোশ। আমি ওকে খুব ভালোবাসি। তার ট্যালেন্টকে আমি সম্মান করি এবং কাজের প্রতি তার অগাধ শ্রদ্ধা রয়েছে।’
সম্প্রতি তাদের এই খুনসুটি ফের আলোচনায় দর্শকমহলে। একটা সময় বলিউডে কান পাতলেই শোনা যেত, শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়ার মধ্যে প্রেমের সম্পর্ক চলছে। ভোররাতে প্রিয়াঙ্কার বাড়ির নিচে বাদশার গাড়ি দেখা যাওয়া বা দুজনকে একই রকম ডেনিম জ্যাকেটে দেখা যাওয়ার মতো ঘটনা এই গুঞ্জনকে আরও উসকে দেয়।
মাসখানেক ধরে সেই গুঞ্জন চলার পর এই দুই তারকার সম্পর্ক আর প্রকাশ্যে আসেনি। বর্তমানে প্রিয়াঙ্কা চোপড়া বলিউডে কাজ কমিয়ে মার্কিন মুলুকে চলে গেছেন, আর শাহরুখ খান বলিউডে নতুন করে কাজ শুরু করেছেন। যদিও এই সম্পর্ক বা বিচ্ছেদের রটনা নিয়ে শাহরুখ বা প্রিয়াঙ্কা কেউই কখনও সরাসরি মুখ খোলেননি, তবুও তাদের নিয়ে আলোচনা আজও বন্ধ হয়নি।

Comments