Image description

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রাঙ্গুনিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সৌজন্যে এবং নগরীর পার্কভিউ হাসপাতাল ও রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হাসপাতালের সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার দক্ষিণ নিশ্চিন্তাপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এ মেডিকেল ক্যাম্পে প্রায় এক হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

এই ক্যাম্পেইন উদ্বোধন করেন চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম।

ফ্রি মেডিকেল ক্যাম্পে পার্কভিউ হাসপাতাল ও রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হাসপাতালের ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক বিভিন্ন রোগের বিনামূল্যে পরামর্শ ও চিকিৎসাসেবা প্রদান করেন। পাশাপাশি ফ্রি ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় এবং ফ্রিতে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্কভিউ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ও রাঙ্গুনিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. এটিএম রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটালের মেডিকেল ডিরেক্টর ডা. মোহাম্মদ শহিদুল ইসলাম রুবেল এবং জেনারেল ম্যানেজার মো. ইসমাইল প্রমুখ।

দিনব্যাপী এ সেবাকার্যক্রমে স্থানীয় জনগণের ব্যাপক সাড়া পাওয়া যায়। আয়োজকরা জানান, রাঙ্গুনিয়ার প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা ও ওষুধ সেবা পৌঁছে দিতে ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এর আগে উপজেলার ধামাইরহাট এলাকায় প্রায় দুই হাজার মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়। সামনে উপজেলার বগাবিলি এলাকায় আরেকটি ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে।