Image description

দুজনের পরনে ম্যাচিং কালো পোশাক। জড়িয়ে রয়েছেন একে অপরের বাহুডোরে। চোখেমুখে একরাশ উচ্ছ্বাস আর ঠোঁটে হালকা হাসি। শুক্রবার (৭ নভেম্বর) রাতে এক অনুষ্ঠানে এভাবেই দেখা গেল ‘ফ্যামিলি ম্যান’ নির্মাতা রাজ নিদিমরু ও অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে। স্থিরচিত্রটি সামাজিকমাধ্যমে পোস্ট করেছেন সামান্থা নিজেই। এরপরই তা ঘিরে সামাজিকমাধ্যম তোলপাড়।   

মাসখানেক ধরেই চাউর হয়েছে সামান্থা-রাজের প্রেমের গুঞ্জন। তাহলে কি এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারা।

সেই অনুষ্ঠানের বেশ কিছু স্থিরচিত্র শেয়ার করে ক্যাপশনে সামান্থা লেখেন, ‘বন্ধুবান্ধব ও পারিবারিক বৃত্তে। গত দেড় বছরে আমার ক্যারিয়ারে বেশকিছু সাহসী পদক্ষেপ নিয়েছি। ঝুঁকি নেওয়া, নিজের দৃষ্টিভঙ্গির ওপর আস্থা রাখা এবং জীবন থেকে শিক্ষা নিয়ে পথচলা। সেই ছোট ছোট জয়গুলোই আজ আমার উদযাপনের কারণ। বেশ কজন মেধাবী, কঠোর পরিশ্রমী ও খাঁটি মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। তাই খুব বিশ্বাসের সঙ্গে বলতে পারি, এটা সবে শুরু।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

সামান্থার ক্যাপশনে উল্লেখিত এমন জীবনবোধ নজর কেড়েছে ভক্তদের। বিশেষ করে তাঁর এই ‘নতুন শুরু’র উল্লেখ নজর এড়ায়নি নেটিজেনদের। তার ওপর রাজ নিদিমরুর সঙ্গে রোমান্টিক ছবি। সব মিলিয়ে আলোচনায় সামান্থা। 

নাগা চৈতন্যের সঙ্গে সামান্থার বিচ্ছেদের চার বছর পেরিয়েছে। প্রাক্তন নাগার ঘরে এসেছে নববধূ শোভিতা ধুলিপালা। 

এদিকে, মাসখানেক ধরেই গুঞ্জন যে, সামান্থা রুথ প্রভুও নাকি অতীত ভুলে নতুন ইনিংস শুরু করেছেন ‘ফ্যামিলি ম্যান’ পরিচালক রাজ নিদিমরুর সঙ্গে। অভিনেত্রীর সামাজিকমাধ্যমের পোস্ট তেমনটাই ইঙ্গিত করে। কানাঘুষো, বন্ধুত্ব গাঢ় হওয়ার পাশাপাশি এবার নাকি সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নিতে চলেছেন নির্মাতা-অভিনেত্রী। গতকাল সামান্থার পোস্ট সেই জল্পনা আরও উসকে দিয়েছে।