Image description

সেপ্টেম্বরে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫-এর মুকুট জেতা তানজিয়া জামান মিথিলা এখন থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস ইউনিভার্সের ৭৪তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। ১২১টি দেশের প্রতিযোগীদের মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মিথিলার জন্য চলছে ভোট প্রদান কার্যক্রম। এরই মধ্যে মিথিলা প্রায় ৭০ হাজার ভোট পেয়েছেন, যা তাকে বেশ অনুপ্রাণিত করেছে। মিথিলাকে জয়ী করতে বাংলাদেশ থেকে অভিনয়শিল্পী ও মডেলরা ভোট চাইছেন, যার মধ্যে যুক্ত হয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

জয়া আহসানের আহ্বান: জয়া আহসান তাঁর ফেসবুক পেজে মিথিলাকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে লিখেছেন, "আমরা অনেকেই ফোনে স্ক্রল করে সময় ব্যয় করি। এর কিছুটা সময় ব্যয় করে বাংলাদেশকে সাপোর্ট করতে তানজিয়া জামান মিথিলাকে ভোট দিন। আপনার প্রতিটি ভোট বাংলাদেশ এবং মিথিলার জন্য মূল্যবান।" তিনি বিনা মূল্যে ভোট দেওয়ার পদ্ধতিও বিশদভাবে উল্লেখ করেছেন।

অন্যান্য তারকাদের সমর্থন: জয়া আহসান ছাড়াও রুনা খান, সামিরা খান মাহি, শবনম ফারিয়া প্রমুখ মিথিলার জন্য ভোট চেয়েছেন। মঙ্গলবার দুপুরে মিথিলা জানান, তিনি অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন, তবে দেশের তারকাদের এই সমর্থন তাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে এবং তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মিথিলার আবেদন: মিথিলা বলেন, "প্রতিযোগিতার এই সময়টাতে ভোট অনেক বেশি প্রয়োজন। ২০ কোটির মানুষের দেশ, আমার বাংলাদেশ। যতদূর শুনেছি চার থেকে পাঁচ লাখ ভোট পেলেই আমি অনেক দূর এগিয়ে যেতে পারব। আমার এগিয়ে যাওয়ার সঙ্গে বাংলাদেশও কিন্তু এগিয়ে যাবে। তাই আমার এগিয়ে যাওয়ার জন্য সচেতন বাংলাদেশি সবার কাছ থেকে বেশি বেশি ভোট দরকার।"

মিথিলার পরিচিতি ও পূর্ব অভিজ্ঞতা: মিথিলা শুধু একজন মডেল বা অভিনেত্রী নন, তিনি বাল্যবিবাহবিরোধী প্রচারণা এবং সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজের জন্যও পরিচিত। ২০২০ সালে তিনি জাতীয় পর্যায়ে এই খেতাব জিতেছিলেন, কিন্তু কোভিড-১৯ বিধিনিষেধের কারণে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি। ২০২৫ সালে তিনি আবারও মুকুট জিতেছেন এবং আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করছেন।

মিস ইউনিভার্স বাংলাদেশের গুরুত্ব: মিস ইউনিভার্স বাংলাদেশের পরিচালক মুস্তাফা রফিকুল ইসলাম বলেন, "মিস ইউনিভার্স কেবল একটি সৌন্দর্য প্রতিযোগিতা নয়, এটি বুদ্ধিমত্তা, আত্মবিশ্বাস এবং উদ্দেশ্য উদ্‌যাপনের একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম। আমরা গর্বিত যে বাংলাদেশকে এই আসরে তুলে ধরতে পারছি। এটি শুধু তরুণীদের অনুপ্রাণিত করে না, বরং বিশ্বমঞ্চে তাঁদের প্রতিভা ও মনোবল প্রদর্শনের নতুন দ্বার উন্মোচন করে।"

এর আগে ২০১৯ সালে শিরিন শিলা এবং ২০২৪ সালে আনিকা আলম মিস ইউনিভার্স বাংলাদেশ হয়েছিলেন।