Image description

জনপ্রিয় কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা আবারও বিয়ের পিঁড়িতে বসলেন। সোমবার শুভংকর সেন নামের এক তরুণকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন তিনি। পূজার স্বামী শুভংকর পেশায় একজন মডেল এবং বেসরকারি চাকরিজীবী।

বিয়ের বিষয়ে পূজা জানান, গত এক বছর ধরে শুভংকরের সঙ্গে তার সুসম্পর্ক ছিল। সেই বন্ধুত্ব থেকেই পরিণয় এবং অবশেষে দুই পরিবারের সম্মতিতে বিয়ে। জীবনের এই নতুন যাত্রায় সবার দোয়া কামনা করেছেন তিনি।

ইউটিউবে কোটি ভিউ পাওয়া একাধিক গানের শিল্পী পূজা। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে—‘একটাই তুমি’, ‘তোমার আমার ভালোবাসা’, ‘কেন বারে বারে’ ইত্যাদি। ব্যক্তিগত জীবনে এটি পূজার দ্বিতীয় বিয়ে। এর আগে ২০২১ সালে তার প্রথম সংসার ভেঙে যায়।