Image description

কলকাতার সিনেমার প্রযোজকের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে তা ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে। ‘ভালোবাসার মরশুম’ নামের ওই সিনেমার প্রযোজক শরীফ খানের অভিযোগ, প্রায় সাড়ে ৪ লাখ টাকা অগ্রিম নিয়ে কাজ করেননি তিশা, আবার টাকাও ফেরত দিচ্ছেন না। তবে সোমবার রাতে এক ফেসবুক পোস্টে এই অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে দাবি করেছেন অভিনেত্রী।

তানজিন তিশা জানান, সিনেমার চুক্তিপত্র অনুযায়ী তার বিদেশ ভ্রমণ, ভিসা ও যাতায়াতের সব দায়িত্ব ছিল পরিচালক ও প্রযোজকের। কিন্তু তারা তার ভিসা করাতে ব্যর্থ হন। তিশা বলেন, “আমি ভিসার জন্য দুই মাস অপেক্ষা করেছি। এর মধ্যে তারা ব্যর্থ হয়ে আমার জায়গায় অন্য অভিনেত্রীকে (সুস্মিতা চট্টোপাধ্যায়) নিয়ে কাজ শুরু করে দেন। চুক্তি অনুযায়ী পরিচালকের ব্যর্থতার দায় আমার ওপর বর্তায় না এবং টাকা ফেরত দেওয়ার কোনো শর্তও সেখানে নেই।”

প্রযোজক শরীফ খানের দাবি, অসহযোগিতার কারণে তিশাকে বাদ দেওয়া হয়েছে। তবে তিশা বলছেন, লাইন প্রোডিউসার শরীফ এখন তাকে ক্যারিয়ার ধ্বংসের হুমকি দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অপচেষ্টা করছেন।

তিশা স্পষ্ট জানিয়েছেন, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আদালত যদি নির্দেশ দেয় যে তিনি টাকা ফেরত দিতে বাধ্য, তবেই তিনি টাকা ফেরত দেবেন। অন্যথায়, ভিত্তিহীন চাপে তিনি নতি স্বীকার করবেন না।

উল্লেখ্য, এম এন রাজ পরিচালিত এই সিনেমায় তিশার বিপরীতে বলিউড অভিনেতা শরমন যোশীর অভিনয়ের কথা ছিল। বর্তমানে তিশা ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমার প্রস্তুতি নিচ্ছেন।