শাহবাগে বিসিএস প্রার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত চাকরিপ্রত্যাশীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে রাজধানীর শাহবাগে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে।
সরেজমিনে দেখা যায়, পরীক্ষা পেছানোর দাবিতে দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাচ্ছিলেন প্রার্থীরা। শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে পুলিশ তাদের আটকে দিলে সেখানেই অবস্থান নেন তারা।
বিকেল ৫টার পর পুলিশ অ্যাকশনে গেলে এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশি বাধার মুখে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে অবস্থান নেন। শেষ খবর পাওয়া পর্যন্ত থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল।
আন্দোলনকারীদের অভিযোগ, সাধারণত লিখিত পরীক্ষার জন্য ৬ মাস থেকে এক বছর সময় পাওয়া গেলেও এবার মাত্র দুই মাসেরও কম সময় দেওয়া হয়েছে, যা অযৌক্তিক। তাই তারা অবিলম্বে পরীক্ষার তারিখ পেছানোর দাবি জানাচ্ছেন।
এদিকে আন্দোলনের মধ্যেই সরকারি কর্মকমিশন (পিএসসি) তাদের সিদ্ধান্তে অনড় রয়েছে। কমিশন জানিয়েছে, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) থেকেই লিখিত পরীক্ষা শুরু হবে।
ইতোমধ্যে আসন বিন্যাসও প্রকাশ করা হয়েছে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রামসহ দেশের ৮টি বিভাগীয় শহরে এ পরীক্ষা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।




Comments