Image description

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে হাজারের বেশি ঘর। সেখানকার অনেক পরিবারের এখন দিন কাটছে খোলা আকাশের নিচে। সেসব ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে টিম ‘দেলুপি’। সিনেমাটির একদিনের শোয়ের সব টাকা তাঁরা কড়াইল বস্তিবাসীর সহায়তায় পাঠাবেন।

আজ মঙ্গলবার দেশব্যাপী ‘দেলুপি’র সব শোয়ের টিকিটের প্রযোজকের অংশের অর্থ চলে যাবে কড়াইল বস্তিবাসীর কাছে। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন জানিয়েছে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের চেষ্টা নয়, বরং তা তাদের সঙ্গে দেলুপি টিমের একাত্মতা।

জানা যায়, আজ সারাদেশে পাঁচটি হলে ৯টি করে শো চলছে দেলুপির। কড়াইল বস্তিবাসীর প্রতি দেলুপিবাসীর ভালোবাসা ও সালাম জানিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানটি এই দুর্যোগ সবাইকে হাতে হাত ধরে পার করারও আহ্বান জানিয়েছে।

দেলুপি দিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিষেক করেছেন তরুণ নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম। এর আগে তাঁর পরিচালিত দুটি ওয়েব সিরিজ ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ দর্শক ও সমালোচকের কাছে বেশ প্রশংসিত হয়েছে।