ঢাকার বাইরে নির্জন এক লোকেশনে হচ্ছে ‘মালিক’ সিনেমার শুটিং। অনেকটা গোপনেই চলছিল শুটিং। কিন্তু পর্দার আড়ালের গল্প কি আর বেশি দিন আড়ালে থাকে? অন্তর্জালে ফাঁস হওয়া কিছু দৃশ্য যখন দর্শকদের কৌতূহল বাড়াচ্ছিল, ঠিক তখনই ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা।
সিনেমাটির শুটিং করতে গিয়েই আহত হয়েছেন আরিফিন শুভ। অ্যাকশন দৃশ্যের শুট করতে গিয়ে শরীরে আগুন লেগে যায় ঢাকাই সিনেমার এই জনপ্রিয় নায়কের। পরিকল্পনা ছিল শরীরের নিচের অংশে আগুন ছুঁয়ে যাবে কেবল অভিনয়ের স্বার্থেই। কিন্তু ক্যামেরা ঘুরতেই আগুনের শিখা যেন নিজের খেয়ালে আচরণ করতে শুরু করে। মুহূর্তেই আগুন লাফিয়ে উঠে ধরে শুভর পায়ে; কয়েক সেকেন্ডের মধ্যে শিখা আর একটু উঁচু হয়ে ওঠে, পুড়ে যায় নায়কের পা।
ইউনিট সূত্র জানায়, প্রথমে নিজেই আগুন নেভানোর চেষ্টা করেন শুভ। তীব্র তাপে কাঁপলেও থামেননি। কিন্তু আগুন থামছিল না ধীরে ধীরে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান তিনি। তখন ছুটে আসে ইউনিটের সদস্যরা; মূহূর্তেই আগুন নিভে যায়, কিন্তু ততক্ষণে শুভর পা দগ্ধ।
ঘটনার পর শুটিং বন্ধ করতে চেয়েছিলেন পরিচালক সাইফ চন্দন। কিন্তু প্রাথমিক চিকিৎসা নিয়েই শুভ আবার দাঁড়িয়ে যান ক্যামেরার সামনে-সেই দিনের শুটিং শেষ না করে নাকি ফিরতেই চাননি তিনি। এমনকি পায়ে ক্ষত নিয়েও নিয়মিত শুট চালিয়ে যাচ্ছেন এখনো।
দুর্ঘটনা নিয়ে পরিচালক আনুষ্ঠানিক মন্তব্য করতে চাননি। আসন্ন ঈদুল ফিতরে মুক্তির প্রস্তুতি চলছে অ্যাকশনধর্মী ‘মালিক’-এর। এখানে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ।




Comments