২০১৩ সালে বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের একটি পার্টিতে প্রথম সাক্ষাৎ হয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও অভিনেতা জাহির ইকবালের। সেখান থেকেই তাদের বন্ধুত্ব শুরু, যা সময়ের সঙ্গে ধীরে ধীরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এর পরেরটা আপনাদের সবারই জানা-২০২৪ সালের ২৩ জুন এ তারকা জুটি সাতপাকে বাঁধা পড়েন।
যদিও ব্যক্তিজীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন সোনাক্ষী সিনহা। দীর্ঘ সময় তারা প্রকাশ্যে তাদের সম্পর্ক নিয়ে খুব বেশি কথা বলেননি। তবে কাছের মহলে সেই সম্পর্কের কথা জানা ছিল। তাদের অভিজ্ঞতা থেকে শুরু করে আন্তঃধর্মীয় বিয়ের চাপ সবকিছুর মধ্য দিয়ে সোনাক্ষী ও জাহিরের সম্পর্ক যেন একটি বাস্তব বার্তা। সম্পর্ক নিখুঁত না হলেও বোঝাপড়া, পারস্পরিক শ্রদ্ধা এবং সময়মতো সঠিক সিদ্ধান্ত সম্পর্ককে নতুন শক্তি দিতে পারে বলে জানিয়েছেন সোনাক্ষী সিনহা।
সামাজিক মাধ্যমে এ তারকা দম্পতির খুনসুটি, রসিকতা আর স্বাভাবিক হাসিখুশির মুহূর্তগুলো অনেকের কাছেই ‘আদর্শ’ দাম্পত্যের প্রতীক হয়ে উঠেছে। বিয়ের পর সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালকে সিনেমাঙ্গনের একটি আদর্শ সুখী তারকা দম্পতি হিসেবেই দেখা যায়। তবে এই সুখের পথটা মোটেও সহজ ছিল না। বিয়ের আগে তাদের সাত বছরের দীর্ঘ প্রেমজীবনে এমন একসময় এসেছিল, যখন সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কঠিন পথ পাড়ি দিতে হয়েছিল।
সম্প্রতি অভিনেত্রী সোহা আলী খানের পডকাস্টে এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিজীবনের নানা দিক নিয়ে কথা বলেন সোনাক্ষী সিনহা। তার আর জাহিরের প্রেম যখন তিন বছরে পা রেখেছিল, তখন সম্পর্কে বড় ধরনের টানাপোড়েন শুরু হয়। অভিনেত্রী বলেন, তখন এত ঝামেলা হচ্ছিল যে মনে হতো শুধু চুল ছেঁড়াছেঁড়ি করাটাই বাকি ছিল। আমরা একে অপরকে বুঝতেই পারছিলাম না। কোনো কথাই যেন কাজে আসছিল না। সম্পর্কটা কোথায় যাচ্ছে, সেটাও বুঝে উঠতে পারছিলাম না। তিনি বলেন, এই সংকটময় পরিস্থিতি থেকে বেরিয়ে আসতেই তারা পেশাদার সহায়তা নেওয়ার সিদ্ধান্ত নেন। কাপল থেরাপি নেন।
কাপল থেরাপির অভিজ্ঞতা প্রসঙ্গে সোনাক্ষী বলেন, আমি বিষয়টি খুব খোলামনেই নিয়েছিলাম। এখন মনে হয়, সেটাই ছিল সবচেয়ে বড় সঠিক সিদ্ধান্ত। মাত্র দুটি সেশনেই আমরা আবার নিজেদের জায়গায় ফিরে আসি। তখন বুঝতে পারি— আমার সামনে থাকা মানুষটা আসলে কী চাইছে, কী বলতে চাইছে।




Comments