Image description

জনপ্রিয় ওয়েব সিরিজ ‘আশ্রম’-এ ববি দেওলের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের পর থেকেই আলোচনায় ছিলেন বাঙালি অভিনেত্রী ত্রিধা চৌধুরী। সম্প্রতি সিরিজের সেই দৃশ্যগুলো বিভিন্ন পর্নো সাইটে ছড়িয়ে পড়া নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তিনি। হটারফ্লাইকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী এ বিষয়ে খোলামেলা কথা বলেন।

সৃজিত মুখার্জির ‘মিশর রহস্য’ দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করা ত্রিধা জানান, একজন শিল্পী যখন কোনো সাহসী দৃশ্যে অভিনয় করেন, তখন তিনি গল্পের প্রয়োজনেই তা করেন। ‘আশ্রম’ সিরিজে তার চরিত্রটি ছিল একজন যৌনকর্মীর, তাই সেখানে অন্তরঙ্গ দৃশ্য থাকাটা ছিল প্রাসঙ্গিক। তবে তিনি স্পষ্ট করেন, “শুটিংয়ের সময় আমি এসব দৃশ্য উপভোগ করি না, এটা আমার কাজেরই একটি অংশ।”

পর্নো সাইটে নিজের ক্লিপ ছড়িয়ে পড়া প্রসঙ্গে ত্রিধা প্রোডাকশন হাউসের দায়বদ্ধতার কথা উল্লেখ করেন। তিনি বলেন, “প্রোডাকশন টিমের উচিত ছিল বিষয়টি নিশ্চিত করা, যাতে এ ধরনের দৃশ্য পর্নো সাইটে ছড়িয়ে না পড়ে। এটি নির্মাতারও দায়িত্ব। যদি কোনো কারণে ছড়িয়েও যায়, তবে তা দ্রুত বন্ধ বা মুছে ফেলার ব্যবস্থা করতে হবে।”

সামাজিক যোগাযোগমাধ্যমের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সিনেমার অন্তরঙ্গ মুহূর্তগুলো এখন রিলস বা শর্টস আকারে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে, যা অভিনেত্রীদের জীবনকে কঠিন করে তুলছে। দর্শকরা অনেক সময় পর্দার চরিত্র আর বাস্তবের মানুষকে আলাদা করতে পারেন না।

শুটিংয়ের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে ত্রিধা জানান, শুরুতে তিনি বেশ নার্ভাস ছিলেন। তবে সহশিল্পী ববি দেওল এবং পরিচালক প্রকাশ ঝার সহযোগিতায় কাজটা তার জন্য সহজ হয়ে গিয়েছিল। তিনি মনে করেন, সংবেদনশীল দৃশ্যে সেটে সবার সহযোগিতা থাকলে শিল্পীর আত্মবিশ্বাস অটুট থাকে।