Image description

মিস ওয়ার্ল্ড বাংলাদেশখ্যাত জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী। পর্দায় তাঁকে সাধারণত শান্ত ও লাবণ্যময়ী রূপেই দেখা যায়। তবে পর্দার সেই শান্ত মেয়েটিই স্কুলজীবনে ছিলেন বেশ সাহসী। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক-শোতে অংশ নিয়ে নিজের কৈশোরের এক চমকপ্রদ স্মৃতি শেয়ার করেছেন এই অভিনেত্রী।

স্মৃতিচারণ করতে গিয়ে ঐশী জানান, দশম শ্রেণিতে পড়ার সময় এক তরুণ তাঁকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সেই প্রস্তাবের জবাবে যা ঘটেছিল, তা ছিল একেবারেই অপ্রত্যাশিত। ঐশী বলেন, ‘প্রেমের প্রস্তাব দেওয়ার ধরন যা-ই হোক না কেন, প্রস্তাব দেওয়ার কারণে ওই একজনকে আমি ক্রিকেট স্ট্যাম্প দিয়ে পিটিয়েছিলাম।’

বিষয়টি শুনে অনুষ্ঠানের সঞ্চালক অবাক হয়ে এর পেছনের কারণ জানতে চান। উত্তরে ঐশী হেসে বলেন, তখন তিনি বেশ ছোট ছিলেন এবং এই বিষয়গুলো বোঝার মতো পর্যাপ্ত পরিপক্কতা (ম্যাচিউরিটি) তাঁর ছিল না। পরিস্থিতির গুরুত্ব না বুঝেই তিনি এমন কাণ্ড ঘটিয়ে বসেছিলেন।

সাক্ষাৎকারের এক পর্যায়ে নিজের সেই আচরণের জন্য কিছুটা লজ্জিত বোধ করেন ঐশী। পরে সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে মজার ছলে ওই তরুণের কাছে ক্ষমা চেয়ে তিনি বলেন, ‘সরি, আমি তখন খুব ইমম্যাচিউর ছিলাম। আমি এখন তাঁকে উদ্দেশ্য করেই বলছি—আই অ্যাম সরি।’

স্কুল জীবনের এই মজার এবং কিছুটা তেতো অভিজ্ঞতা শেয়ার করার সময় ঐশীকে বেশ হাসিখুশি মেজাজেই দেখা যায়। বর্তমানে ঢাকাই চলচ্চিত্রের ব্যস্ত এই অভিনেত্রী নিজের কাজ নিয়ে নিয়মিত ছোট ও বড় পর্দায় সরব রয়েছেন।