তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে ন্যান্সির কণ্ঠে নতুন গান ‘নেতা আসছে’
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে বৃহস্পতিবার নিজ মাতৃভূমিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও বইছে বিশেষ আবেগ। এই বিশেষ মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে প্রকাশিত হয়েছে নতুন গান ‘নেতা আসছে’।
দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও তরুণ প্রজন্মের শিল্পী সালমান রাজ এই গানটিতে কণ্ঠ দিয়েছেন। ‘নেতা আসছে, নেতা আসছে, মা-মাটি মানুষের কাছে। যেন বাংলাদেশ হাসছে, তার সূর্যসন্তান আসছে’—এমন আবেগঘন কথায় গানটি লিখেছেন মিজানুর রহমান। গানটির সুর করেছেন পলক হাসান সুমন এবং সংগীতায়োজন করেছেন এ এন ফরহাদ। পুরো গানটির গ্রন্থনা, পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রখ্যাত চিত্রনায়ক হেলাল খান।
সম্প্রতি বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজ থেকে গানটি অবমুক্ত করা হয়। প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এটি ব্যাপক ভাইরাল হয়েছে। বিশেষ করে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মাঝে গানটি নিয়ে ব্যাপক উদ্দীপনা দেখা যাচ্ছে। নেটিজেনরা বলছেন, গানটির কথা ও সুর তারেক রহমানের প্রত্যাবর্তনের প্রতীক্ষাকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দীর্ঘ প্রায় দুই দশক পর তার এই ফেরাকে কেন্দ্র করে সারা দেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সংগীত ও সংস্কৃতির মাধ্যমেও তার এই প্রত্যাবর্তনকে বরণ করে নেওয়া হচ্ছে।




Comments