Image description

ভারতের সামরিক সক্ষমতায় যুক্ত হলো নতুন এক মাইলফলক। বঙ্গোপসাগরে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন থেকে একটি মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে দেশটি। বুধবার (২৪ ডিসেম্বর) বিশাখাপত্তনম উপকূলে এই মহড়া চালানো হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও ইন্ডিয়া টুডে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি পারমাণবিক সক্ষম সাবমেরিন ‘আইএনএস আরিঘাট’ থেকে ‘কে-৪’ নামক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। এটি প্রায় ৩ হাজার ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। মূলত ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ‘অগ্নি-৩’ ক্ষেপণাস্ত্রের আদলেই এই সমুদ্র সংস্করণটি তৈরি করা হয়েছে।

এই কে-৪ ক্ষেপণাস্ত্রটি ২ দশমিক ৫ টন ওজনের পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। এটি ভারতের ‘অরিহন্ত-শ্রেণির’ সাবমেরিন থেকে উৎক্ষেপণের উপযোগী করে তৈরি করা হয়েছে। দীর্ঘ পাল্লার এই কৌশলগত অস্ত্রটি সমুদ্রের তলদেশ থেকে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

আইএনএস আরিঘাট গত বছরের ২৯ আগস্ট ভারতীয় নৌবাহিনীতে কমিশন করা হয়। এই সফল পরীক্ষার মাধ্যমে ভারত এখন ভূমি, আকাশ ও সমুদ্র—তিনটি মাধ্যম থেকেই পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম দেশগুলোর ‘এলিট ক্লাব’-এ নিজের অবস্থান আরও সুসংহত করল। বিশ্বজুড়ে হাতেগোনা কয়েকটি দেশের কাছে এই ‘নিউক্লিয়ার ট্রায়াড’ বা ত্রিমুখী পারমাণবিক সক্ষমতা রয়েছে।

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, বঙ্গোপসাগরে এই সফল পরীক্ষা ভারতের কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থায় এক বিশাল মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এটি আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরোধের ক্ষেত্রে দেশটির সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেবে।