Image description

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ গ্রেপ্তার আতাউর রহমান বিক্রমপুরীকে মারধরের অভিযোগ সত্য নয় ও ভিত্তিহীন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, কারাগারে তাকে মারধর করা হয়নি।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক মো. জান্নাত-উল ফরহাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আতাউর রহমান বিক্রমপুরী বর্তমানে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ রয়েছেন। একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের গুজব ও বিভ্রান্তিমূলক প্রোপাগান্ডা ছড়িয়ে দিচ্ছে। কারা কর্তৃপক্ষ এ ধরনের অপপ্রচার থেকে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি কনটেন্টে দাবি করা হয়, জঙ্গিবাদের বিষয় উদ্ধৃত করে কারাগারের কয়েদি বা হাজতিদের মাধ্যমে বিক্রমপুরীকে মারধর করা হয়েছে। তবে কারা কর্তৃপক্ষ বলছে, বাস্তবে এমন কোনও ঘটনা ঘটেনি এবং এটি একটি বিভ্রান্তিমূলক অপপ্রচার।