চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৮ জন কিশোরকে আটক করেছে পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) রাতে মতলব সার্কেলের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীবের নেতৃত্বে পুলিশ মতলব উত্তর ও দক্ষিণ থানার একাধিক মাদক স্পট ও আড্ডার স্থানে হানা দেয়। এ সময় সন্দেহভাজন হিসেবে ২৮ কিশোরকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে মো. শিপু প্রধান (১৭) নামের এক কিশোরের কাছ থেকে ২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া বাকি ২৭ জন কিশোরকে তাদের পরিবার ও অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
অভিযানের বিষয়ে সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব বলেন, ‘মতলব এলাকায় কিশোর গ্যাং কালচার কোনোভাবেই চলতে দেওয়া হবে না। পড়াশোনার বয়সে সন্ধ্যার পর অযথা আড্ডাবাজি, মাদক সেবন, ইভটিজিং ও সাধারণ মানুষকে হয়রানির কোনো সুযোগ নেই।’
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগ বা প্রমাণ পাওয়া গেলে অভিযুক্ত ব্যক্তি যেই হোক, তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ আপসহীন এবং এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।’




Comments