Image description

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক ও স্তব্ধতা নেমে এসেছে দেশের বিনোদন জগতে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই আপসহীন নেত্রীর জীবনাবসান ঘটে। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় শ্রদ্ধা ও স্মৃতিচারণ করছেন ঢাকাই সিনেমার শীর্ষ তারকা থেকে শুরু করে জনপ্রিয় নির্মাতা ও অভিনয়শিল্পীরা।

দেশের এই বরেণ্য রাজনীতিকের প্রয়াণকে একটি ‘যুগের অবসান’ হিসেবে দেখছেন শোবিজ তারকারা। ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান তার ফেসবুক পোস্টে লেখেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। তার রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।”

খালেদা জিয়াকে মহীয়সী নারী হিসেবে উল্লেখ করে চিত্রনায়িকা অপু বিশ্বাস লেখেন, “বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার চিরবিদায় ইতিহাসে অমলিন হয়ে থাকবে। একজন মহীয়সী নারীর প্রস্থান দেশের মানুষের হৃদয়ে গভীর ছাপ রেখে গেল।” চিত্রনায়িকা শবনম বুবলীও তার পোস্টে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার অবদানকে চিরস্মরণীয় বলে উল্লেখ করেন।

জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুন খালেদা জিয়ার চারিত্রিক দৃঢ়তার প্রশংসা করে লেখেন, “আপনি ছিলেন ধৈর্য, আভিজাত্য ও হার না মানার প্রতীক। বিরোধীদের অমানবিক আচরণের মুখেও আপনি নিজেকে সমুন্নত রেখেছেন। এই জাতি আপনাকে গর্বের সঙ্গে স্মরণ করবে।”

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা তাকে ‘আপসহীন নেত্রী’ হিসেবে অভিহিত করে লেখেন, “প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে জেল-জুলুম সহ্য করেও দেশ ছেড়ে না যাওয়ায় খালেদা জিয়া ইতিহাসে অমর হয়ে থাকবেন।”

এছাড়া চিত্রনায়ক সিয়াম আহমেদ, চিত্রনায়িকা পূজা চেরি, নুসরাত ফারিয়া, রাফিয়াথ রশিদ মিথিলা এবং আশনা হাবিব ভাবনাসহ অসংখ্য তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেগম জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

উল্লেখ্য, ১৯৪৬ সালে দিনাজপুরে জন্মগ্রহণ করা খালেদা জিয়া ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। গত ২৩ নভেম্বর থেকে ফুসফুস ও কিডনিসহ বিভিন্ন জটিলতায় আক্রান্ত হয়ে তিনি এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশের দীর্ঘ ও ঘটনাবহুল এক রাজনৈতিক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল।

মানবকন্ঠ/আরআই