পূর্বাচলে আয়োজিত ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আগত দর্শনার্থীদের যাতায়াত সহজ ও আরামদায়ক করতে শাটল বাস সার্ভিস চালু করছে সরকারি পরিবহন সংস্থা বিআরটিসি। বুধবার ১ জানুয়ারি থেকে মাসব্যাপী এই বিশেষ বাস সেবা শুরু হবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
যাত্রীসেবাকে আধুনিক করতে এবার কাউন্টারের পাশাপাশি অনলাইনেও টিকিট সংগ্রহের ব্যবস্থা রাখা হয়েছে। আগ্রহীরা বিআরটিসির অফিসিয়াল ওয়েবসাইট (www.brtc.gov.bd) থেকে টিকিট কিনতে পারবেন। প্রতিদিন সকাল ৮টা থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে বাসগুলো মেলার উদ্দেশ্যে ছেড়ে যাবে। মেলা প্রাঙ্গণ থেকে শহরের দিকে ফেরার সর্বশেষ বাসটি ছাড়বে রাত ১১টায়।
বিআরটিসি জানিয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে এই শাটল সার্ভিস পাওয়া যাবে। নির্ধারিত ভাড়া নিচে দেওয়া হলো:
কুড়িল থেকে মেলা প্রাঙ্গণ: ৪০ টাকা
ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ী) থেকে: ৭০ টাকা
গাজীপুর (শিববাড়ি-ভোগড়া-মিরের বাজার হয়ে): ৭৫ টাকা
নরসিংদী ও সাইনবোর্ড থেকে: ১০০ টাকা
চাষাড়া (নারায়ণগঞ্জ) থেকে: ১২০ টাকা
বিআরটিসি জানিয়েছে, প্রতি বছরের মতো এবারও সাশ্রয়ী মূল্যে মানসম্মত পরিবহন সেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই শাটল বাস সার্ভিস আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত নিয়মিতভাবে চলবে।
উল্লেখ্য, ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬ আগামী ১ জানুয়ারি থেকে পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হতে যাচ্ছে। মাসব্যাপী এই মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।
মানবকন্ঠ/আরআই




Comments