যশোরের কেশবপুরে পারিবারিক কলহের জের ধরে রাকিব সানা (২০) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) রাতে পৌরসভার আলতাপোল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাকিব সানা ওই গ্রামের মশিয়ার রহমান সানার ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে কলহের একপর্যায়ে অভিমান করে রাকিব বিষপান করেন। বিষয়টি টের পেয়ে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments