Image description

ইংরেজি নববর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষ্যে পর্যটন নগরী কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাতটি সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা জারি করেছে জেলা পুলিশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামী ৩১ ডিসেম্বর সন্ধ্যা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা পর্যন্ত এসব বিধিনিষেধ বলবৎ থাকবে।

পুলিশের দেওয়া ৭টি নির্দেশনা ও নিষেধাজ্ঞা হলো-

১. আতশবাজি ও ফানুস নিষিদ্ধ: থার্টি ফাস্ট নাইট উপলক্ষ্যে কক্সবাজার শহর ও সমুদ্রসৈকত এলাকায় আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। দুর্ঘটনা এড়াতে এসব সামগ্রীর বিক্রি ও বিপণনও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

২. কনসার্ট ও উন্মুক্ত অনুষ্ঠান: উন্মুক্ত স্থান বা সড়কে কোনো ধরনের কনসার্ট, নাচ-গান বা বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা যাবে না।

৩. মদ কেনাবেচা বন্ধ: ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলার সব বার ও মদের দোকানে মদ ক্রয়-বিক্রয় সম্পূর্ণ বন্ধ থাকবে।

৪. বেপরোয়া যান চলাচল: উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানো, প্রতিযোগিতা, জয় রাইড এবং বেপরোয়া গতিতে গাড়ি বা মোটরসাইকেল চালানো যাবে না।

৫. গুজব রোধ: সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার বা উসকানিমূলক বক্তব্য ছড়ানো থেকে বিরত থাকতে হবে, যা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে।

৬. নারীদের নিরাপত্তা: নববর্ষ উদযাপনে আগত নারী পর্যটকদের ইভটিজিং বা হয়রানির বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে থাকবে।

৭. হোটেল কর্তৃপক্ষের দায়িত্ব: হোটেল-মোটেল কর্তৃপক্ষকে ইনডোর অনুষ্ঠানের তথ্য এবং সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে জেলা পুলিশের বিশেষ শাখাকে (ডিএসবি) আগাম অবহিত করতে হবে।

জেলা পুলিশের গণমাধ্যম মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস বলেন, ‘পর্যটকসহ জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতেই জনস্বার্থে এসব বিধিনিষেধ জারি করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় শহরজুড়ে পুলিশের কঠোর নজরদারি ও তৎপরতা থাকবে।’

মানবকণ্ঠ/ডিআর