খুলনার দিঘলিয়ায় অভিনব কায়দায় মোটরসাইকেলের ব্যাটারি ও পেট্রোলের বোতল ব্যবহার করে বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার সেনহাটি বিদ্যাবাগীশ পাড়ার ‘মোটা মাস্টার’ কবরস্থান সংলগ্ন শাজাহানের দোকানের সামনে এ ঘটনা ঘটে। বিকট শব্দের এই বিস্ফোরণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা দুটি মোটরসাইকেলের ব্যাটারির সঙ্গে ২৫০ গ্রামের দুটি পেট্রোলভর্তি প্লাস্টিক বোতল এবং বিস্ফোরক দ্রব্য সংযুক্ত করে। এরপর তারের মাধ্যমে নেগেটিভ-পজিটিভ সংযোগ ঘটিয়ে বিকট শব্দে বিস্ফোরণ ঘটায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
স্থানীয়দের ধারণা, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভীতিকর পরিস্থিতি তৈরি এবং নির্বাচন বানচালের লক্ষে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যরা এই কাজ করে থাকতে পারে।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘এটি সাধারণ ককটেল বা পেট্রোল বোমা নয়। একটি সংঘবদ্ধ চক্র আতঙ্ক সৃষ্টির লক্ষে মোটরসাইকেলের ব্যাটারি, পেট্রোল ও বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে নেগেটিভ-পজিটিভ সংযোগের মাধ্যমে এই বিস্ফোরণ ঘটিয়েছে।’
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে মোটরসাইকেলের ব্যাটারি, ২৫০ গ্রামের দুটি পেট্রোলের বোতল ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments