Image description

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা বিএনপির কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। একই সঙ্গে খোলা হয়েছে শোকবই।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় জেলা বিএনপির কার্যালয়ে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়।

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হাসান খান বাবু এবং সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থী মো. শরীফুজ্জামান শরীফ শোকবইয়ে স্বাক্ষর করে কর্মসূচির উদ্বোধন করেন।

এরপর পর্যায়ক্রমে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শোকবইয়ে স্বাক্ষর করেন এবং প্রয়াত নেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় দলীয় কার্যালয়ে এক শোকাবহ ও নীরব পরিবেশ বিরাজ করে। নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।

নেতৃবৃন্দ বলেন, ‘বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে আপোষহীন এক নেত্রী। দেশের জন্য তাঁর অবদান ও ত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’

কর্মসূচিতে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, খালিদ মাহমুদ মিল্টনসহ জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/ডিআর