বড়লেখায় দুই ভাই হত্যা: ১৬ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
মৌলভীবাজারের বড়লেখায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে।
সোমবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় নিহত জামাল উদ্দিনের স্ত্রী হালিমা বেগম (৪৯) বাদী হয়ে বড়লেখা থানায় হত্যা মামলাটি দায়ের করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- মামলার ২ নম্বর আসামি বিওসি কেছরীগুল (মাঠগুদাম) গ্রামের মৃত আব্দুস ছবুরের ছেলে জমির আলী (৩৫) এবং গৌরনগর গ্রামের মৃত শফিকের ছেলে আব্দুল আলিম (২৬)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণভাগ (উত্তর) ইউনিয়নের বিওসি কেছরীগুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল কাইয়ূম জমি থেকে গরু নিয়ে ফেরার পথে পূর্বশত্রুতার জেরে আসামিরা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালায়। খবর পেয়ে কাইয়ূমের বড় ভাই জামাল উদ্দিন ঘটনাস্থলে গেলে তাকেও বেধড়ক মারধর ও কুপিয়ে জখম করা হয়। এতে ঘটনাস্থলেই দুই ভাই প্রাণ হারান। বাদী অভিযোগে উল্লেখ করেন, আসামিরা এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান মঙ্গলবার বিকেলে জানান, মামলার পর অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান এবং তাদের পূর্বের অপরাধের রেকর্ড খতিয়ে দেখার কাজ চলছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments