Image description

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় দুর্যোগের ঝুঁকি মোকাবিলা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের প্রশিক্ষণ কেন্দ্রে এই কর্মশালার আয়োজন করে হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম (সিসিএইচপি)।

সিসিএইচপি-এর প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমার সভাপতিত্বে এবং কমিউনিটি হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট ফেসিলিটেটর উসংবাই মারমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং।

প্রধান অতিথির বক্তব্যে ডা. প্রবীর খিয়াং বলেন, “দুর্যোগ মোকাবিলায় আমাদের মূলত চারটি বিষয়ের ওপর গুরুত্ব দিতে হবে—প্রস্তুতি, প্রতিরোধ, প্রশমন এবং পুনর্বাসন। বর্তমানে অপরিকল্পিত বনায়ন ও নির্বিচারে বৃক্ষনিধনের ফলে আমরা প্রকৃতির যে ক্ষতি করছি, তার বিরূপ প্রভাবই দুর্যোগের মূল কারণ হয়ে দাঁড়াচ্ছে।”

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাইখালী মৌজার হেডম্যান উসুয়ে সুয়ে চৌধুরী এবং হিল ফ্লাওয়ারের সহকারী প্রোগ্রাম ম্যানেজার জেনিফার অজান্তা তনচংগ্যা।

এ সময় বক্তারা গ্রামীণ পর্যায়ে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে স্থানীয় জনপ্রতিনিধি ও তরুণ সমাজকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

কর্মশালায় কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়ন ছাড়াও পার্শ্ববর্তী বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি, রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া এবং রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের প্রতিনিধিরা অংশ নেন। এতে সংশ্লিষ্ট এলাকার হেডম্যান, জনপ্রতিনিধি, গ্রাম উন্নয়ন প্রতিনিধি এবং যুব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/ডিআর