‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’—জেলে যাওয়ার আগে বেবী নাজনীনকে যা বলেছিলেন খালেদা জিয়া
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গন। প্রিয় নেত্রীকে হারিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও প্রখ্যাত সংগীতশিল্পী বেবী নাজনীন। খালেদা জিয়ার সঙ্গে তার শেষ স্মৃতি ও কথোপকথনের কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
বেবী নাজনীন জানান, বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগে শেষবার তার সঙ্গে যখন কথা হয়েছিল, তখন তিনি তাঁর পাশেই ছিলেন। সেই মুহূর্তের স্মৃতি চারণ করে তিনি বলেন, "ম্যাডাম আমার মাথায় হাত রেখে বলেছিলেন— ‘আমি যাচ্ছি, তুমি ভালো থেকো। তোমরা দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’।"
কান্নাজড়িত কণ্ঠে এই সংগীতশিল্পী আরও বলেন, "সেদিন উনার মধ্যে এক অদ্ভুত ধীরস্থিরতা কিন্তু বলিষ্ঠ মনোভাব দেখেছিলাম। তিনি হেঁটে হেঁটে জেলে গেলেন, সেই দৃশ্য আমি কোনোদিন ভুলব না। বেগম খালেদা জিয়ার মতো নেত্রীর শূন্যতা বাংলাদেশের মানুষ সবসময় অনুভব করবে।"
উল্লেখ্য, গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। ফুসফুসের সংক্রমণ, নিউমোনিয়া এবং কিডনি, লিভার ও ডায়াবেটিসের জটিলতা নিয়ে গত ২৩ নভেম্বর থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দীর্ঘ সময় আইসিইউতে রাখা হয়েছিল।
১৯৪৬ সালে দিনাজপুরে জন্ম নেওয়া এই মহীয়সী নারী ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিন মেয়াদে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক দীর্ঘ ও ঘটনাবহুল অধ্যায়ের নাম। তাঁর মৃত্যুতে শোবিজ অঙ্গনের অনেক তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন।
মানবকন্ঠ/আরআই




Comments