বিলাসবহুল জীবনযাপনের জন্য সবসময়ই খবরের শিরোনামে থাকেন বলিউড সুন্দরী উর্বশী রাউতেলা। এবার নিজের মায়ের জন্মদিন উদযাপনে এলাহি কাণ্ড ঘটিয়ে ফের আলোচনায় এলেন তিনি। নতুন বছরের প্রথম দিনে (১ জানুয়ারি) দুবাইয়ের অন্যতম দামী হোটেল বুর্জ আল আরবে মা মীরা রাউতেলার জন্মদিন উপলক্ষে ২৪ ক্যারেট স্বর্ণের প্রলেপ দেওয়া একটি বিশাল কেক কাটেন এই অভিনেত্রী।
তিন তলা বিশিষ্ট এই রাজকীয় কেকটি ছিল সম্পূর্ণ সোনালি রঙের এবং এর উপরে শোভা পাচ্ছিল একটি স্বর্ণের মুকুট। উর্বশী সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই আয়োজনের ছবি শেয়ার করে জানান, কেকটি ২৪ ক্যারেট স্বর্ণের পাতে মোড়ানো ছিল।
অনুষ্ঠানে উর্বশীকে সোনালি রঙের ঝলমলে পোশাকে এবং তার মাকে বেগুনি রঙের ঐতিহ্যবাহী পোশাকে দেখা যায়। দামী পানীয় আর ফুলের সাজসজ্জায় পুরো আয়োজনটি ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ। উর্বশী তার পোস্টে লিখেছেন, “বিশ্বের উচ্চতম হোটেলে ২৪ ক্যারেটের রাজকীয় স্বর্ণের মুকুট সম্বলিত কেক দিয়ে মায়ের জন্মদিন পালন করলাম।”
উর্বশীর এই রাজকীয় আয়োজন দেখে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে এই ভালোবাসার বহিঃপ্রকাশের প্রশংসা করলেও, কেউ কেউ একে ‘অপ্রয়োজনীয় বিলাসিতা’ বা ‘লোকদেখানো’ বলে মন্তব্য করেছেন।
উল্লেখ্য, উর্বশী রাউতেলা এর আগেও স্বর্ণের পাতে মোড়ানো মোবাইল ফোন ব্যবহার করে বেশ আলোচনার জন্ম দিয়েছিলেন।




Comments