নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় ইয়োবে রাজ্যে যাত্রীবাহী একটি নৌকা ডুবে অন্তত ২৫ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আরও ১৪ জন নিখোঁজ রয়েছেন বলে রবিবার নিশ্চিত করেছেন দেশটির কর্মকর্তারা। এনডিটিভি খবরে এ তথ্য জানিয়েছে।
কর্তৃপক্ষ জানায়, শনিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে (জিএমটি ১৯০০) এ দুর্ঘটনা ঘটে। বড় আকারের ওই নৌকাটি উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিগাওয়া রাজ্যের আদিয়ানি গ্রাম থেকে ইয়োবে রাজ্যের গারবির উদ্দেশ্যে রওনা হয়েছিল।
ইয়োবে রাজ্য জরুরি ব্যবস্থাপনা সংস্থার প্রধান মোহাম্মদ গোজে জানান, দুর্ঘটনার সময় নৌকাটিতে মোট ৫২ জন যাত্রী ছিলেন।
মোহাম্মদ গোজে বলেন, ‘এখন পর্যন্ত ১৩ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে এবং ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ বাকি ১৪ জনের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকাজে স্থানীয় স্বেচ্ছাসেবক ও নিরাপত্তা বাহিনীর পাশাপাশি প্রতিবেশী শহরগুলো থেকে আসা জরুরি উদ্ধারকারী দলগুলোও অংশ নিয়েছে।’
জিগাওয়া রাজ্য পুলিশ এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, নৌকায় ফুটো থাকার কারণে পানি ঢুকে সেটি উল্টে যায়। রাজ্য পুলিশের মুখপাত্র লাওয়ান আদম বলেন, ‘সেদিন হাটবার ছিল এবং ভুক্তভোগীরা কেনাকাটা শেষে বাড়ি ফিরছিলেন। রাতে নৌকা চালানো এবং অতিরিক্ত যাত্রী বহনের যে নিষেধাজ্ঞা রয়েছে, এখানে তা অমান্য করা হয়েছে। নৌকার চালক বেঁচে থাকলে তার বিরুদ্ধে অবহেলার দায়ে মামলা করা হবে।’
আদিয়ানি গ্রামের বাসিন্দা বাবাগানা শেত্তিমা রয়টার্সকে জানান, নির্ধারিত সময়ে নৌকাটি না পৌঁছানোয় স্বজনরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে তল্লাশি চালিয়ে দেখা যায় মাঝপথেই নৌকাটি ডুবে গেছে। নিহতদের মধ্যে তার গ্রাম এবং গন্তব্যস্থলের বাসিন্দা—উভয়ই রয়েছেন।
নাইজেরিয়ায় প্রায়ই এ ধরনের প্রাণঘাতী নৌকা দুর্ঘটনা ঘটে থাকে। মূলত ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকার কারণেই এসব দুর্ঘটনা ঘটে। এর আগে গত সেপ্টেম্বরে দেশটির মধ্যঞ্চলীয় নাইজার রাজ্যে একটি গাছের গুঁড়ির সঙ্গে ধাক্কা লেগে নৌকা ডুবে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছিল।
সূত্র : এনডিটিভি




Comments