ছয় বছর আগের একটি টিভি সিরিজের দৃশ্য ঘিরে এখন তোলপাড় নেটদুনিয়া! মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলার পর আচমকাই ভাইরাল হয়ে গেছে প্রাইম ভিডিওর জনপ্রিয় সিরিজ ‘টম ক্ল্যান্সি’র জ্যাক রায়ান’-এর একটি পুরোনো ক্লিপ। দর্শকদের অনেকেই বলছেন, রাজনৈতিক থ্রিলারটি যেন বাস্তব ঘটনাপ্রবাহ আগেই দেখে ফেলেছিল।
টম ক্লেন্সির লেখা থেকে নির্মিত এই সিরিজটির প্রথম সিজন মুক্তি পায় ২০১৮ সালে, আর দ্বিতীয় সিজন মুক্তি পায় ২০১৯ সালের অক্টোবরে।
দ্বিতীয় সিজনের সেই দৃশ্যে জন ক্রাসিনস্কি অভিনীত সিআইএ বিশ্লেষক জ্যাক রায়ান ভেনেজুয়েলাকে আখ্যা দেন বৈশ্বিক রাজনীতির এক ‘টাইম বোমা’ হিসেবে। রাশিয়া, চীন বা উত্তর কোরিয়ার আগেই কেন এই দেশটি বড় হুমকি, তার ব্যাখ্যাও দেন তিনি। সিরিজটিতে মার্কিন বয়ানটাই মূলত উঠে এসেছে।
দৃশ্যে জ্যাক রায়ান বলেন, ‘পৃথিবীর সবচেয়ে বিপুল তেল ও খনিজসম্পদের একটি দেশ ভেনেজুয়েলা। সঙ্গে রয়েছে বিশাল স্বর্ণভাণ্ডার। তবু প্রশ্ন থেকে যায়, কীভাবে এমন সম্পদশালী দেশ আধুনিক ইতিহাসের অন্যতম ভয়াবহ মানবিক সংকটে পড়ল?’
সিরিজে দেখানো হয়, ভেনেজুয়েলার কাল্পনিক প্রেসিডেন্টের ভুল সিদ্ধান্তে জাতীয় অর্থনীতি প্রায় অর্ধেকে নেমে আসে। দারিদ্র্যের হার বেড়ে যায় প্রায় ৪০০ শতাংশ পর্যন্ত। এখানেই থেমে থাকেননি জ্যাক রায়ান। তিনি আরও বলেন, ‘ইয়েমেন বা ইরাকের মতো সংকটাপন্ন দেশগুলোর তুলনায় ভেনেজুয়েলার অবস্থান আরও স্পর্শকাতর, কারণ কারণ দেশটি যুক্তরাষ্ট্র থেকে মাত্র ৩০ মিনিটের ক্ষেপণাস্ত্র দূরত্বে।
বাস্তব দুনিয়ায় ভেনেজুয়েলা নিয়ে সাম্প্রতিক উত্তেজনার পর এই দৃশ্য নতুন করে আলোচনায় এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লিপটি শেয়ার করে অনেকেই লিখছেন, ‘এটা কি সিরিজ, নাকি ভবিষ্যদ্বাণী?’ কেউ কেউ আবার বলছেন, ‘জ্যাক রায়ান তার সময়ের অনেক আগেই গল্প বলে ফেলেছিল।’
নেটিজেনদের চোখে, এই ভাইরাল মুহূর্ত প্রমাণ করে, বিনোদনের আড়ালে অনেক সময় বাস্তব রাজনীতির ছায়া স্পষ্ট হয়ে ওঠে। আর কখনও কখনও, কল্পকাহিনি বাস্তবের চেয়েও ভয়ংকরভাবে সত্যি হয়ে যায়।




Comments