Image description

দীর্ঘ ১৯ বছর পর চারদিনের জন্য উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের মধ্যে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট সফর করবেন তিনি।

বুধবার (৭ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে তারেক রহমানের সফর সময়সূচি জানিয়েছে বিএনপি।

বিজ্ঞপ্তি অনুসারে, রোববার আনুমানিক সকাল ৯-১০টার মধ্যে ঢাকা থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা হবেন তারেক রহমান। টাঙ্গাইল ও সিরাজগঞ্জ হয়ে বগুড়া পৌঁছাবেন তিনি। রাতে বগুড়াতেই থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

সোমবার (১২ জানুয়ারি) সকালে বগুড়া থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। এরপর দিনাজপুর হয়ে ঠাকুরগাঁও পৌঁছাবেন তারেক রহমান। রাতে থাকবেন সেখানেই।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও থেকে রওনা হবেন পঞ্চগড়ের উদ্দেশ্যে। পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট হয়ে পৌঁছাবেন রংপুর। রাতে রংপুরে রাত্রিযাপন।