চুয়াডাঙ্গার জীবননগরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দেলোয়ার হোসেন (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে জীবননগর পৌরসভার লক্ষ্মীপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত দেলোয়ার হোসেন লক্ষ্মীপুর গ্রামের ছমির উদ্দিনের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. বদরুল হাসানের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে মাদক কারবারি দেলোয়ার হোসেনের বসত ঘরে তল্লাশি চালানো হয়। এসময় তার পরিহিত প্যান্টের পকেট থেকে অবৈধ মাদকদ্রব্য ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সাথে জড়িত ছিলেন। হাতেনাতে মাদকসহ আটকের পর তাকে জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং সংশ্লিষ্ট আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments