Image description

ফুটবল ক্যারিয়ারের গোধূলি লগ্নে দাঁড়িয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খুলেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, খেলোয়াড়ি জীবন শেষে ডাগআউটে কোচ হিসেবে নয়, বরং ক্লাবের মালিক হিসেবে ফুটবল অঙ্গনে নিজের ছাপ রেখে যেতে চান তিনি।

আর্জেন্টাইন স্ট্রিমিং চ্যানেল ‘লুজু টিভি’-কে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, "আমি নিজেকে কোচ হিসেবে দেখি না। বরং মালিক হয়ে একদম তৃণমূল থেকে একটি ক্লাব গড়ে তুলতে চাই। শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া এবং তাদের বড় স্বপ্ন পূরণে সাহায্য করার বিষয়টিই আমাকে সবচেয়ে বেশি টানে।"

ফুটবল ব্যবস্থাপনায় মেসির হাতেখড়ি অবশ্য ইতিমধ্যে হয়ে গেছে। দীর্ঘদিনের বন্ধু ও সতীর্থ লুইস সুয়ারেজের সাথে মিলে তিনি উরুগুয়ের চতুর্থ বিভাগের দল ‘দেপোর্তিভো এলএসএম’ পরিচালনা করছেন। ২০১৮ সালে সুয়ারেজের শুরু করা এই প্রকল্পে বর্তমানে ৮০ জন পেশাদার কর্মী এবং ৩,০০০ সদস্য রয়েছেন।

শুধু ক্লাব মালিকানা নয়, যুব ফুটবলের উন্নয়নে ‘মেসি কাপ’ নামে অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টও চালু করেছেন এই কিংবদন্তি। গত ডিসেম্বরে মায়ামিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট।

মালিকানা বা ফুটবল ব্যবস্থাপনায় আগ্রহ থাকলেও ভক্তদের জন্য সুখবর হলো, মেসি এখনই মাঠ ছাড়ছেন না। ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ এই তারকা বর্তমানে ২০২৬ মৌসুমের প্রস্তুতিতে ব্যস্ত। বর্তমান এমএলএস কাপ চ্যাম্পিয়ন হিসেবে আগামী ২১ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মিশন শুরু করবেন এলএমটেন।

মানবকণ্ঠ/আরআই