Image description

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট বর্তমানে কাজ করছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে কোনাবাড়ী থানাধীন দেওলিয়াবাড়ী এলাকায় এই আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয় একটি ঝুটের গুদামে হঠাৎ আগুন দাউদাউ করে জ্বলতে দেখা যায়। গুদামটিতে শুকনো ঝুট ও তুলা মজুদ থাকায় মুহূর্তের মধ্যেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতা বেশি হওয়ায় তারা ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোনাবাড়ী মডার্ন, সারাবো, কাশিমপুর ও চৌরাস্তা ফায়ার সার্ভিস স্টেশনের ৬টি ইউনিট। সবশেষ খবর পাওয়া পর্যন্ত (বিকেল ৫টা ৩৫ মিনিট), আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। বাতাসের কারণে আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মোহাম্মদ মামুন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পরিস্থিতি বিবেচনায় আরও দুটি ইউনিট ব্যাকআপ হিসেবে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। তবে আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন সম্পূর্ণ নির্বাপণের পর তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে।

মানবকণ্ঠ/আরআই