ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান এবার মার্কিন যুক্তরাষ্ট্রে নিজের পেশাদার অবস্থান মজবুত করেছেন। কেবল বিনোদন জগতের অতিথি হিসেবে নয়, এবার তিনি দাপ্তরিকভাবে যুক্ত হলেন নিউ ইয়র্কভিত্তিক জনপ্রিয় বাংলা সংবাদমাধ্যম ‘ঠিকানা’র সঙ্গে। প্রতিষ্ঠানটি তাঁকে ‘হেড অব এন্টারটেইনমেন্ট’ বা বিনোদন বিভাগের প্রধান হিসেবে নিযুক্ত করেছে।
এর আগে এই প্ল্যাটফর্মেই ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নামক একটি টকশো উপস্থাপনা করে ব্যাপক আলোচনায় আসেন তিনি। প্রথম সিজনেই শো-টি ডিজিটাল প্ল্যাটফর্মে প্রায় ৫ কোটিরও বেশি ভিউ অর্জন করে, যা তাঁর নতুন এই ক্যারিয়ারের পথ প্রশস্ত করেছে।
উপস্থাপক হিসেবে বাজিমাত করার পর এবার ঠিকানা নিউজের নীতিনির্ধারণী পর্যায়ে যুক্ত হলেন জায়েদ খান। নিজের নতুন দায়িত্ব সম্পর্কে উচ্ছ্বাস প্রকাশ করে এই অভিনেতা বলেন, ‘ভিউ কত হলো সেটা বড় কথা নয়, মানুষের ভালোবাসা পাওয়াই আমাদের বড় অনুপ্রেরণা। ঠিকানা নিউজে সামনে আরও অনেক বড় বড় চমক বা ধামাকা আসছে, আর সে কারণেই আমি হেড অব এন্টারটেইনমেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছি।’
২০২৫ সালের জুলাই মাসে ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান জায়েদ খান। এরপর আগস্টে বাংলাদেশে বড় ধরণের রাজনৈতিক পটপরিবর্তন ঘটে। বর্তমানে দেশে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হওয়ার কারণে তিনি আপাতত যুক্তরাষ্ট্রে অবস্থানের সিদ্ধান্ত নিয়েছেন। মাতৃভূমিতে ফেরার ইচ্ছা থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে তিনি সেখানেই নিজের নতুন ক্যারিয়ার গড়ায় মনোযোগী হয়েছেন।
ঠিকানা নিউজের সঙ্গে বর্তমানে যুক্ত রয়েছেন দেশের খ্যাতিমান সাংবাদিক ও উপস্থাপক খালেদ মহিউদ্দিন। এবার তাঁর সহকর্মী হিসেবে বিনোদন বিভাগের দায়িত্ব সামলাবেন জায়েদ খান। ১২ এপিসোডের সফল প্রথম সিজন শেষে এখন বিনোদন প্রধান হিসেবে ঠিকানা নিউজের কন্টেন্ট ও পরিকল্পনা সাজাবেন তিনি।
অভিনয় থেকে দূরে থাকলেও প্রবাসের মাটিতে ভিন্নধর্মী এই কর্মসংস্থান জায়েদ খানের ভক্তদের মাঝে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
মানবকন্ঠ/আরআই




Comments