Image description

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হোটেল থেকে হলিউড অভিনেতা টমি লি জোনসের মেয়ে অভিনেত্রী ভিক্টোরিয়া জোনসের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স ছিল ৩৪ বছর। তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।

ভিক্টোরিয়া ছিলেন টমি লি জোনস ও তার প্রাক্তন স্ত্রী কিম্বার্লি ক্লাফলির কন্যা। বাবার মত তিনিও অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন।

পিপল ম্যাগাজিনকে সান ফ্রান্সিসকো ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর প্রায় ৩টার দিকে তারা সান ফ্রান্সিসকো ফেয়ারমন্ট হোটেলে গিয়ে এক অজ্ঞাত ব্যক্তিকে মৃত অবস্থায় পায়। পরে তাকে উদ্ধার করা হয়। সেখানে তাকে হত্যার আলামত পাওয়া যায়নি।

অল্প বয়সেই অভিনয়ে পা রেখেছিলেন ভিক্টোরিয়া। ২০০২ সালে বাবার চলচ্চিত্র ‘মেন ইন ব্ল্যাক ২’ এ তিনি প্রথম অভিনয় করেন। পরে ২০০৫ সালে টমি লি জোনস পরিচালিত ‘দ্য থ্রি বুরিয়ালস অব মেলকিয়াদেস এস্ট্রাদা’ ছবিতেও কাজ করেন, যেখানে তার সৎমা ডন লরেল-জোনস ছিলেন স্টিল ফটোগ্রাফার।

এ ছাড়া ২০০৩ সালে জনপ্রিয় টিন ড্রামা সিরিজ ‘ওয়ান ট্রি হিল’এর একটি পর্বেও অতিথি চরিত্রে দেখা গিয়েছিল তাকে।

উল্লেখ্য, টমি লি জোনস হলিউডের অস্কারজয়ী অভিনেতা। তিনি ১৯৯৩ সালের ‘দ্য ফিউজিটিভ’ ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেতার অস্কার পান। পাশাপাশি ‘জেএফকে’, ‘মেন ইন ব্ল্যাক’ সিরিজ, ‘নো কান্ট্রি ফর ওল্ড মেন’, ‘লিংকন’ সহ বহু প্রশংসিত ছবিতে অভিনয় করেছেন তিনি। সূত্র: পিপল ডটকম